No icon

ইরানের বিরুদ্ধে যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র অগ্রসর হচ্ছে না

কালজয়ী ডেস্কঃঃ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র অগ্রসর হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির সেন্ট্রাল কমান্ডের প্রধান জোসেফ ভোটেল। বৃহস্পতিবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের কথা বলেন।

যুক্তরাষ্ট্রের এই জেনারেল আরো বলেন, এই মুহূর্তে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এ পদ্ধতিকে সমর্থন করি। কারণ ইরানের সঙ্গে যুদ্ধের প্রয়োজন আছে বলে মনে হয় না। এদিকে চলতি বছরের আগস্টে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক কুচকাওয়াজের সময় সন্ত্রাসীদের হামলায় অন্তত ২৫ জন শহীদ হয়েছেন।
 

Comment As:

Comment (0)